//
বাংলা মাধ্যমের ক্ষেত্রে অংশগ্রহণকারীকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির হতে হবে (এসএসসি পরীক্ষার্থী ব্যতীত)।
ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে এই সীমা স্ট্যান্ডার্ড সিক্স থেকে ‘ও’ লেভেল পর্যন্ত।
যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের অবশ্যই নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
একজন অংশগ্রহণকারী নিম্নোক্ত ৩ টি প্রক্রিয়ার যেকোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে
নিবন্ধন কার্যক্রম সম্পাদন করতে পারবে-
১। এসএমএস ২। অনলাইন ৩। কল সেন্টার নিবন্ধন ৪। হাতে ফরম পূরণ
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এ নিবন্ধন করা যাবে মোবাইল ফোনের মাধ্যমে। টাইপ করো
BANGLABID <space> NAME <space> CLASS <space> DIV [ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের জন্যে যথাক্রমে DHK, MYM, RAJ, RNG, BAR, SYL, KHL, CTG এবং কুমিল্লা ও নিকটবর্তী জেলার শিক্ষার্থীদের জন্যে CML] আর পাঠিয়ে দাও 26969 নম্বরে।
একটি ফিরতি এসএমএস-এর মাধ্যমে আবেদন নিশ্চিত করা হবে।
এই প্রক্রিয়ায় একজন আবেদনকারী অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবে। অনলাইনে আবেদনের জন্য নিচের বাটনে ক্লিক করো। ক্লিক করার পর প্রয়োজনীয় তথ্য চেয়ে একটি ফর্ম আসবে। প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আবেদন সফল হলে স্বয়ংক্রিয়ভাবে ক্ষুদে বার্তার মাধ্যমে তাকে নিশ্চিত করা হবে।
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এর নিবন্ধন এখন আরও সহজ। নিবন্ধন করতে ফোন করো 09678771100 নাম্বারে*।
*চার্জ প্রযোজ্য